Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

মহাকবি মাইকেল মধুসুদন দত্তের কপোতাক্ষ নদের ছবি ।

 

সাতক্ষীরা জেলার পুর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ । যেটি যশোর জেলার মধ্য অবস্থিত । সাতক্ষীরা জেলার  পূর্ব

সীমানার পাশ দিয়ে বয়ে গেছে এই কপোতাক্ষ নদ। ১ নং জয়নগর ইউনিয়নের কিছু কিছু গ্রামের পাশ দিয়ে বয়ে চলা এই নদ। সরসকাটি বাজার, ক্ষেত্রপাড়া গ্রাম, খোর্দ্দবাটরা,জয়নগর ও ধানদিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এই নদ।